পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ২


ক্রাইম জোন ২৪।। পটুয়াখালীর বিভিন্ন স্থানে ঈদের চাঁদরাতে আতশবাজি বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে এবং দুই কিশোর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামে চাঁদ দেখার পর কয়েকজন কিশোর একত্রে আতশবাজি ফুটানোর সময় দুর্ঘটনা ঘটে। এতে বেল্লাল (১৬) ও রাব্বি (১৫) আহত হয়। গুরুতর আহত বেল্লালের বাম হাতের কব্জি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাব্বির ডান হাতের দুই আঙুলে আঘাত লাগলেও তিনি প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান।
অন্যদিকে, একই রাতে পটুয়াখালী পৌর শহরের মুন্সেফ পাড়ায় আতশবাজি ফোটানোর সময় শিশুটি গুরুতর আহত হয়। পরিবার সূত্রে জানা গেছে, আট বছরের শিশু রাফি বাড়ির আঙিনায় আতশবাজি জ্বালানোর সময় বিস্ফোরণে তার গলায় আঘাত লাগে। পরিবারের লোকজন দ্রুত তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আতশবাজি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।