ক্রাইম জোন ২৪।। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ (Blood Bank) আজ রাত ১টার পর হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগের রোগীরা গুরুতর সমস্যায় পড়েছেন, বিশেষ করে যারা রক্তের প্রয়োজন অনুভব করছেন।
হাসপাতালের কোনো চিকিৎসক কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগী বা তাদের স্বজনদের জানানো হয়নি যে ব্লাড ব্যাংক বন্ধ হয়ে গেছে। এমনকি চিকিৎসকরা ফোনেও কোনো তথ্য প্রদান করেননি। এই অবস্থা রোগীদের জন্য এক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেকেই রক্তের অভাবে বিপদে পড়েছেন।
রোগীদের স্বজনরা জানিয়েছেন, অনেকেই রাত ১টার পরে হাসপাতাল আসার পর জানতে পারেন যে ব্লাড ব্যাংক বন্ধ রয়েছে এবং সেখানে কোনো কর্মী নেই। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
এখনও হাসপাতালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, কর্তৃপক্ষের অনুপস্থিতি এবং এই সমস্যার দ্রুত সমাধান না হওয়ায় রোগী ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]