ক্রাইম জোন ২৪।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের কবাই ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় যুগল চন্দ্র শীলের পরিবারের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ব্যক্তিগত বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে জানা গেছে।
হামলার খবর পাওয়ার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নির্দেশে বরিশাল জেলা শাখার নেতারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আহত পরিবারটির চিকিৎসার ব্যবস্থা করেন এবং মামলা গ্রহণের প্রক্রিয়ায় সহায়তা করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল জেলা শাখা পরিবারটিকে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বরিশাল জেলা কমিটির আহ্বায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব পলিংস রায়, যুগ্ম আহ্বায়ক পলাশ কুন্ড ও নিমাই কীর্তনিয়া। এছাড়া স্থানীয় নেতা বাবুলসহ অন্যান্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]