ক্রাইম জোন ২৪।। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সর্বস্তরের জনগণের কল্যাণ কামনা করেন এবং জাতির ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
চরমোনাই পীর বলেন, মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে। এ মাস হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ও বিভেদ পরিহার করে সত্যিকার দেশপ্রেমিক হয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। তিনি দেশবাসীর প্রতি ঈদের আনন্দ শরীয়াহ সীমার মধ্যে রাখার আহ্বান জানান এবং নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর তাগিদ দেন।
তিনি আরও বলেন, স্বাধীন ও মুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ দেশব্যাপী স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানান চরমোনাই পীর। একই সঙ্গে তিনি রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি জানান, ইসলামী আন্দোলনের আমীর হিসেবে তিনি বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন এবং নামাজ শেষে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি এবং সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমও নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করবেন। মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ঢাকার জুরাইনে ঈদের জামাতে ইমামতি করবেন।
তিনি দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং রমজানের শিক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]