ক্রাইম জোন ২৪।। লুটপাটের স্বাধীনতাই তাদের কাছে গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে স্বাধীনতার মূল্য নেই। তবে শেখ হাসিনার সরকারের নিপীড়নের শিকার হওয়া মানুষদের কাছে ‘দ্বিতীয় স্বাধীনতা’ গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী আন্দোলন, নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, "যারা আপস করে বিরোধী রাজনীতি করেছেন, ব্যাংক-ব্যালান্স অক্ষুণ্ন রেখেছেন, তাদের কাছে স্বাধীনতার গুরুত্ব নেই। তাদের কাছে কেবল লুটপাটের স্বাধীনতা দরকার।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তারা ক্ষমতায় ছিল। তবে ভবিষ্যতে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে।"
এনসিপির আহ্বায়ক আরও দাবি করেন, "পিলখানা হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলন ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের হাত ছিল। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে, না হলে ভবিষ্যতে আর বিচার হবে কিনা সন্দেহ রয়েছে।"
ভারতে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা জানিয়ে তিনি বলেন, "ভারতের মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। তবে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]