ক্রাইম জোন ২৪।। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (২১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফরের সময়ে বিমান বাহিনী প্রধান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান নিয়ে আলোচনা করেন। তিনি জাতিসংঘের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে মোতায়েন বিমান বাহিনীর ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেছেন।
এছাড়া তিনি জাতিসংঘ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেছেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে, যা ভবিষ্যতে পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]