ক্রাইম জোন ২৪।। ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে টয়লেটের স্লাব ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের আলী হোসেন ওরফে হযরত আলী, জাহিদ হাসান অপু, সুজন, রাজু, মসিয়ার রহমান, নরুন্নবী, আলাউদ্দীন, সাজু ও নয়নকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত আলী হোসেন ওরফে হযরত আলীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় আব্দুল মালেক জানান, দুই দিন আগে ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব নসিমন গাড়ির ধাক্কায় ভেঙে যায়। ওই ঘটনায় বিশ্বনাথপুর গ্রামের নসিমন গাড়ির চালক রাজুকে মারধর করা হয়। পরে রাজুকে উদ্ধার করতে গেলে এলাকাবাসীও হামলার শিকার হন।
পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য পুড়াপাড়া বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে হঠাৎ প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
মান্দারবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, আকস্মিক হামলায় নারীসহ প্রায় ২০ জন আহত হন। উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে দুইজন মহেশপুর ও ৮ জন যশোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা ক্রাইম জোন ২৪-কে বলেন, "তুচ্ছ ঘটনার জেরে নসিমন চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]