প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৮:২০ পি.এম
গুলশানে যুবককে গুলি করে হত্যা, নেপথ্যে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্ব
ক্রাইম জোন ২৪।। রাজধানীর গুলশানে সুমন (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ প্লাজার পাশে শুটিং ক্লাবের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
পরিবারের অভিযোগ ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয়েছে।
পরিবারের দাবি, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের হুমকির মুখে তিনি ব্যবসা ছাড়তে বাধ্য হন।
নিহতের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া জানান, মহাখালী টিবি গেট এলাকায় ‘প্রিয়জন’ নামে একটি ইন্টারনেট ব্যবসা ছিল সুমনের। তার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল ‘একে-৪৭ গ্রুপের’ রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি ডিস ব্যবসার সঙ্গে যুক্ত। রুবেল একাধিকবার সুমনকে হত্যার হুমকি দিয়েছিলেন।
সুমনের স্ত্রী মৌসুমী বলেন, ‘‘আমার স্বামী মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ দিতেন। বিরোধী পক্ষের চাপে তাকে ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়। তারা আমাদের সব সংযোগ কেটে দিয়েছে। আমরা আগে মহাখালী টিবি হাসপাতালের কোয়ার্টারে থাকতাম, পরে পাশেই একটি বাসায় উঠি।’’
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, ঘটনার সময় সুমন পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর পথচারীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
গুলশান বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তদের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24