ক্রাইম জোন ২৪।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরিবর্তনের সঙ্গে যারা তাল মিলাতে পারবে না, তারা হারিয়ে যাবে কালের গর্ভে। আমাদের গণঅভ্যুত্থান এবং বর্তমান যে যাত্রা, এটি হচ্ছে পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পদক্ষেপ। পরিবর্তন, সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পুরোনো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, "ছাত্র-জনতা বাংলাদেশের জনগণকে নতুন স্বাধীনতা এনে দিয়েছিল। এই স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা কাজ করবে। তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। চাঁদাবাজ, দখলদার ও অপকর্মে লিপ্তদের সঙ্গে আমরা কখনো আপস করব না। বরং নিজেদের পরিশুদ্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে নতুনভাবে সুসংগঠিত হবো।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বিপ্লবী ছাত্র-জনতার হাত ধরে এসেছে। পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। এটি একটি নতুন রাজনৈতিক দল, যা জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। ক্ষমতার চেয়েও জনগণের আকাঙ্ক্ষা আমার কাছে গুরুত্বপূর্ণ।"
নাহিদ ইসলাম বলেন, "আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাব। গণপরিষদ নির্বাচন ছাড়া সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছে, কিন্তু আমরা বিশ্বাস করি মৌলিক ও গুণগত সংস্কার করতেই হবে। এটি বর্তমান সরকারের সময়েই করতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের গণঅভ্যুত্থান পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদীরা পিছু হটলেও, পুরোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো অনেক কিছু রয়ে গেছে। আমরা আহ্বান জানাচ্ছি—নতুনত্বকে গ্রহণ করতে হবে এবং জনগণের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে হবে।"
জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "রমজানের পরে আমরা আরও দ্রুততার সঙ্গে কাজ করব। আমাদের নিজেদের মধ্যেও সতর্ক থাকতে হবে, যাতে কোনো সুবিধাবাদী গোষ্ঠী প্রবেশ করতে না পারে। সারাদেশে ছাত্র সমন্বয়ক যারা নতুন রাজনীতি করতে চায়, তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে। কিন্তু জনগণ এসব বিভ্রান্তিতে পড়বে না।"
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, "ছাত্র-জনতা রক্ত দিয়ে বর্তমান সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য। সরকার সেই কমিটমেন্ট রেখেছে এবং আমরা তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।"
বরিশালের আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, "বরিশালের শিক্ষার্থীরা সাহসী ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ঐতিহাসিক ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি বরিশালেই প্রতিষ্ঠিত হবে।"
এর আগে, ছাত্র-জনতার আন্দোলনে শহিদের কলেজপড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হলে, সেই খবর শুনে পটুয়াখালীর দুমকিতে ছুটে যান নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তিনি স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং শহিদ পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন। সেখান থেকে ফেরার পথে বরিশালের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]