ক্রাইম জোন ২৪।। নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা প্রধান আসামি রাকিব মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে রাকিবকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ মার্চ) দিনভর অভিযানের পর রাতে ভৈরবের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে র্যাব-১১ ও র্যাব-১৪। তবে তার দুই সহযোগী এখনও পলাতক রয়েছে। র্যাব জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদী র্যাব-১১ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় নরসিংদী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হবে।
গত ১৬ মার্চ (রোববার) রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় ৫০ বছর বয়সী এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। রাকিব মিয়া ও তার সহযোগীরা এ ঘটনায় জড়িত ছিল।
ধর্ষণের সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে এবং কাউকে জানালে স্বামী, স্ত্রী ও তিন সন্তানকে জবাই করে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগীর ছেলে পরদিন ১৭ মার্চ (সোমবার) রাতে রাকিব মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃত রাকিব মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
র্যাব জানিয়েছে, অন্য দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]