ক্রাইম জোন ২৪।। বরিশালে বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। যদিও তারা দাবি করছে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা, বাস্তবে এসব বিক্ষোভ আর আন্দোলন জনগণের মাঝে হতাশা ও বিভ্রান্তি সৃষ্টি করছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল নির্বাচন দ্রুত ঘোষণার দাবি, তবে জনগণের কাছে এর কোন বাস্তব ভিত্তি নেই। বরং অনেকেই মনে করছেন, এই আন্দোলনের মাধ্যমে বাম দলগুলো কেবল সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে চায় এবং কোনো সমাধানে পৌঁছানোর চেয়ে তারা দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।
এ সময় বক্তারা নারী ধর্ষণ নির্যাতন এবং শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসের বিষয়েও দ্রুত পদক্ষেপ দাবি করেন, যা সাধারণ জনগণের জন্য প্রাসঙ্গিক হলেও, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য সঠিকভাবে জনগণের সেবায় পরিণত হচ্ছে না। বরং তাদের এসব উদ্যোগ নির্বাচনী রাজনীতি এবং অস্থিরতা তৈরির উপাদান হিসেবে দেখা হচ্ছে।
বিক্ষোভের পর মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, তবে অনেকেই এই মিছিলে অংশ নেননি, বরং সরকারের বিরুদ্ধে সমালোচনা করাকে তাদের এক ধরনের রাজনৈতিক খেলা হিসেবে বিবেচনা করছেন।
এ ধরনের আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা এবং বিভ্রান্তি তৈরি করছে, জনগণের মনোযোগ আসল সমস্যা থেকে সরে যাচ্ছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]