ক্রাইম জোন ২৪।। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় - বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তার চেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) অনিন্দিতা দত্ত নিজেই এই জিডি করেন।
অনিন্দিতা দত্ত এই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনার পেছনে তার বাবা প্রাণ গোপাল দত্তের নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনার বাসিন্দা সজল কুমার করের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন অনিন্দিতা দত্ত।
জিডিতে বলা হয়, গত রোববার (১৬ মার্চ) দুপুরে সজল কুমার কর নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল দুর্বৃত্ত অনিন্দিতা দত্তকে তার বিভাগের নিচতলার পাশের সড়কে দাঁড় করিয়ে তাঁদের সঙ্গে যেতে বলেন, অন্যথায় গ্রেপ্তারের হুমকি দেন।
এমন অবস্থায় তিনি দ্রুত নিজ বিভাগে প্রবেশ করেন। সহকর্মী শিক্ষক, চিকিৎসক, কর্মচারী ও আনসার সদস্যদের সহায়তায় তিনি বিভাগের চেয়ারম্যানের কক্ষে আশ্রয় নেন।
সহকর্মীরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় বহিরাগতদের একটি দল সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার চেষ্টা করে।
পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতির অবনতি ঘটলে সেনাবাহিনীর সদস্যরা অনিন্দিতা দত্তকে নিরাপদে উদ্ধার করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ক্রাইম জোন ২৪-কে বলেন, "হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা অভিযোগটি তদন্ত করছি।"
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]