শিরোনাম

ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

ক্রাইম জোন ২৪।। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে জামায়াতের ৮ জন এবং বিএনপির ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

আহতদের মধ্যে জামায়াতের ১ জনকে কুমিল্লা সদর হাসপাতালে, ৩ জনকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ৪ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বিএনপির আহতদের মধ্যে ৫ জনকে জামায়াত কর্মীরা বাড়িতে অবরুদ্ধ করে রেখেছিল বলে দাবি করেছে স্থানীয় বিএনপি নেতারা। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের মোহাম্মদ তারেক চৌধুরীর (৩৪) বিরুদ্ধে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়েছিল। সেই মামলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিএনপি সমর্থিত হৃদয় (১৮) নামে এক কিশোর ফেসবুকে পোস্ট দেয়। ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে রোববার (১৬ মার্চ) দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সোমবার রাতে মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে, যেখানে দুই পক্ষের ৩০০-৪০০ জন লোক জড়ো হয়। তবে সমঝোতার বদলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিএনপি নেতাদের অভিযোগ, সংঘর্ষের সময় জামায়াত কর্মীরা বিএনপির ৮-১০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে জামায়াতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি, এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button