ক্রাইম জোন ২৪।। বাংলাদেশে যত টিম রয়েছে, তার মধ্যে পুলিশই সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৭ মার্চ) মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসেছি। আমরা বলছি, ডিসেম্বরে নির্বাচন হবে। কাজেই কী কী সংস্কার করতে চাই, তা দ্রুত করে ফেলতে হবে।”
পুলিশ সদস্যদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, “আপনারাও সংস্কারের কথা বলেছেন। কারও জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে হবে। বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ। সরকার যা কিছুই করতে চায়, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তারা সব করে দেয় না, তবে তারা পরিবেশ সৃষ্টি করে, যা না থাকলে কোনো কাজই হয় না।”
প্রধান উপদেষ্টা বলেন, “পুলিশের কথা প্রসঙ্গে বারবার আমরা দুটো শব্দ বলছি- ‘আইনশৃঙ্খলা’। এটাকে বাস্তবায়ন করতে হবে পুলিশের হাতেই। যদি এই পরিবেশ তৈরি করা না যায়, তবে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিক অধিকার—কিছুই থাকবে না। আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারব না। তারাই সম্মুখসারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি কাজগুলো সহজ হয়ে যাবে।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে অধ্যাপক ইউনূস বলেন, “এই গণঅভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পেয়েছি। এটাকে যেন হারিয়ে না ফেলি। আমরাও চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে। পথটা যেন আমরা তৈরি করে দেই। এই পথ সৃষ্টিতে পুলিশ বাহিনী বড় ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে পুলিশের একটি চ্যালেঞ্জ হলো, অতীতের অন্ধকার যুগে তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। যদিও সেটা তাদের ইচ্ছায় হয়নি, বরং সরকারি নির্দেশের কারণে হয়েছে। এখন পুলিশকে প্রমাণ করতে হবে—আমরা খারাপ নই, বরং খারাপ ব্যবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। এখন সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখিয়ে দেব, কী করতে পারি। আমাদের হাত দিয়েই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে, এবং এতে পুলিশের ভূমিকা হবে অন্যতম।”
ড. ইউনূস বলেন, “পুলিশ হবে জনগণের বন্ধু। কারণ, আমি আইনের পক্ষের মানুষ। আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়, আর পুলিশ হলো সেই আশ্রয়দাতা। আমরা যদি এই ইমেজটি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মানুষ অতীতের সবকিছু ভুলে যাবে।”
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এ ছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।
ক্রাইম জোন ২৪ / ঢাকা
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]