ক্রাইম জোন ২৪।। বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলায় ছাত্রদল নেতাসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা গেছে, বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ আহম্মেদকে অতর্কিত হামলার শিকার হতে হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে স্বপন মোল্লা ও শিপন হাওলাদারসহ আরও কয়েকজন হামলার শিকার হন।
গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাত্রদল নেতা নাফিজের বাবা মো. বুলবুল আহাম্মেদ হামলার ঘটনায় আগৈলঝাড়া থানায় ২৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. আলিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]