রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী নারীর বোন জানান, হামলাকারীদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে। তিনি হলেন হাসান, মৃত আলমগীরের ছেলে, যিনি ভুক্তভোগীর ছোট ভাইয়ের বন্ধু। এই পরিচয়ের সুবাদে তিনি মাঝেমধ্যেই ওই বাড়িতে যাতায়াত করতেন।
স্থানীয়দের তথ্যমতে, ঘটনার সন্ধ্যায় হাসান ওই নারীর বাড়িতে মোবাইল চার্জ দেওয়ার জন্য আসেন। পরে রাত সাড়ে আটটার দিকে আরও দুজনকে নিয়ে ফিরে আসেন এবং জোরপূর্বক ঘরে ঢোকেন।
এসময় ওই নারী রান্নায় ব্যস্ত ছিলেন। দুর্বৃত্তরা সুযোগ বুঝে তার চার বছর বয়সী শিশুকন্যাকে ছুরি ধরে জিম্মি করে এবং হত্যার হুমকি দেয়। এরপর তারা ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। প্রতিরোধের একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার করলে তারা তার মুখ চেপে ধরে গেঞ্জি গুঁজে দেয়।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা ওই নারীর বা হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের সেবিকারা জানান, আহত নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। তার শিশুকন্যার গলায় ধারালো অস্ত্রের হালকা আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগী নারী ধর্ষণচেষ্টার সময় তিনজন হামলাকারীর কথা বলেছেন। এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]