ক্রাইম জোন ২৪।। বেলেস পার্কে সন্ত্রাসী কার্যক্রম উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পার্কের মাঠের ভেতরে প্রকাশ্যে গাঁজা সেবন করা হচ্ছে, আর কিছু ছোট শিশুরা পথচারীদের কাছ থেকে টাকা চাইছে। টাকা না দিলে তারা গালিগালাজ করে এবং বিভিন্নভাবে হয়রানি করছে।
এছাড়াও, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। দলবদ্ধ হয়ে তারা পার্কের মধ্যে ঘুরে বেড়ায়, ইভ টিজিং করে এবং সাধারণ মানুষকে হয়রানি করে। সন্ধ্যার পর পার্কের পরিবেশ আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেকেই অভিযোগ করেছেন, পার্কে গেলে চাঁদাবাজি এবং হেনস্তার শিকার হতে হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। নিয়মিত এমন ঘটনা ঘটলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় এক ব্যবসায়ী জানান, "প্রতিদিন এই পার্কে নানা অপকর্ম চলে, অথচ প্রশাসন যেন চোখ বন্ধ করে বসে আছে।"
এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া না হলে বেলেস পার্ক সাধারণ মানুষের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]