ক্রাইম জোন ২৪।। সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া দক্ষিণী অভিনেত্রী রান্যা রাও পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরে দুবাই থেকে ফেরার সময় বিপুল পরিমাণ সোনা ও অর্থসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ভারতের রাজস্ব গোয়েন্দা পুলিশ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বলে দাবি করেছেন রান্যা। তার অভিযোগ,
রান্যা বলেন, “আমি প্রথমে সই করতে রাজি হইনি। এরপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে বাধ্য হয়ে স্বাক্ষর করি।”
রান্যার দাবি, গ্রেপ্তারের পর টানা ২৪ ঘণ্টা তাকে না খাইয়ে রাখা হয়। ঘুমাতেও দেওয়া হয়নি। একটানা জিজ্ঞাসাবাদ চালানো হয়।
গ্রেপ্তারের কয়েক দিন পর অভিনেত্রীর একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে তার চোখের নিচে কালো দাগ এবং চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যায়। এতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রান্যার অভিযোগ নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]