ক্রাইম জোন ২৪।। শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চল। এতে মিসৌরি অঙ্গরাজ্যে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। শনিবার (১৫ মার্চ) দেশটির কর্তৃপক্ষ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে।
মিসৌরির গভর্নর সতর্ক করেছেন, শনিবার আরও পরে টর্নেডো আঘাত হানতে পারে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবা একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে।
মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, ‘‘টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ক্ষয়ক্ষতির মূল্যায়নে কাজ করছেন।’’
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের তথ্যমতে, টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। টর্নেডোর প্রভাবে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে এবং চলন্ত ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমার ফরেস্ট্রি সার্ভিস জানিয়েছে, ৮৪০ রোড ফায়ার নামে পরিচিত দাবানলে ইতোমধ্যে সাড়ে ২৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। এসব এলাকায় এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সংস্থাটি প্যানহ্যান্ডেল এলাকায় ‘‘লাল সতর্কতা’’ জারি করেছে, যা চরম আগুনের ঝুঁকির ইঙ্গিত দেয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে।
জাতীয় আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ ডেভিড রথ জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ২৬টি টর্নেডোর আঘাতের তথ্য নিশ্চিত হয়েছে। নিম্নচাপের কারণে আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরির কিছু অংশে শক্তিশালী বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]