ক্রাইম জোন ২৪।। বরিশালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুজন (২৪), তিনি ওই এলাকার মনির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণচেষ্টা করেন সুজন। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করে।
এরপর শনিবার দুপুরে স্থানীয়রা সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা ছিল। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]