ক্রাইম জোন ২৪।। বরিশাল বিভাগের ৬৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন লক্ষাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। যেকোনো মুহূর্তে এসব বিদ্যালয়ের ছাদ, পিলার বা দেয়াল ধসে পড়তে পারে, ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছে চরম উৎকণ্ঠার মধ্যে।
একটি উদাহরণ বরিশাল নগরীর দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি একটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক আফসানা মুন্নি জানান, “আমি যে ক্লাসে দাঁড়িয়ে কথা বলছি, সেটিসহ আরও তিনটি কক্ষ ২০১২ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। একবার ক্লাস চলাকালীন সময়ে পিলার ও ছাদের পলেস্তারা খসে পড়ে, এমনকি সিলিং ফ্যানও পড়ে গিয়েছিল। এখনো যে কোনো মুহূর্তে পুরো ভবন ধসে পড়তে পারে।”
একই অবস্থা বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত সাগরদী রুপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৭৩ সালে নির্মিত ফাউন্ডেশনবিহীন এই ভবনটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন ছাদের পলেস্তারা খসে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বলেন, “একদিন দেয়াল ধসে গুরুতর আহত হয়েছিলাম। পুরো স্কুলে ফাটল ধরেছে, যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে।” অপর এক শিক্ষক ইলিয়াস রহমান জানান, “ক্লাস চলাকালীন ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে, রড বের হয়ে আসে, এতে কয়েকজন শিশু আহত হয়েছে।”
অভিভাবকরাও দুশ্চিন্তায় রয়েছেন। ইসরাত জাহান ইভা বলেন, “স্কুলের পড়াশোনা ভালো, কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভবনে সন্তানকে রেখে নিশ্চিন্তে থাকতে পারি না।” আরেক অভিভাবক ফাতেমা আক্তার বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে থাকি। দ্রুত সংস্কার প্রয়োজন।”
বরিশাল বিভাগের ৬টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬,২৪১টি। এর মধ্যে প্রায় ১০ শতাংশ স্কুল মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেখানে প্রায় ১ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন জানান, “ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা তৈরি করা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ স্কুলগুলোর ক্লাস পাশের ভবনে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি তহবিল থেকে সাময়িক সংস্কার করা হবে এবং বরাদ্দ পেলে নতুন ভবন নির্মাণ শুরু হবে।”
আরও বিস্তারিত জানতে পড়তে থাকুন ক্রাইম জোন ২৪।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]