ক্রাইম জোন ২৪।। ভোলা জেলার দৌলতখানে পুকুরে গোসল করতে গিয়ে রাবেয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চরপাতা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া চরপাতা গ্রামের মো. ইব্রাহীমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রাবেয়া অন্য শিশুদের সঙ্গে বসতঘরের পেছনের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তার সঙ্গীরা দাদিকে খবর দিলে পরিবারের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাবেয়াকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]