ক্রাইম জোন ২৪।। ঢাকায় অভিযান চালিয়ে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় তিন ডাকাত গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ছয়টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শুভ হাওলাদার (২১), মো. রোহান (২০) এবং আবদুল্লাহ হোসেন (২৫)।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু জানান, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আদাবর থানার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে শুভ ও রোহানকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে আদাবর ও রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পথচারীদের কাছ থেকে টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
এছাড়া, মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় এক আরেকটি অভিযানে আবদুল্লাহ হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এই ঘটনায় র্যাব অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]