ক্রাইম জোন ২৪।। কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য জানান।
বৃহস্পতিবার রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং র্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় কালিক বিহীন একটি ট্রাকে তল্লাশি করা হয়।
এ সময় ট্রাকের ভেতর থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। এসব বাজির বর্তমান বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
এদিকে গত ১২ মার্চ ভোরে জেলার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি জব্দ করেছে বিজিবি। ওই ঘটনায়ও বিজিবি কাউকে আটক করতে পারেনি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]