ক্রাইম জোন ২৪।। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম ওরফে মন্টু (৫৫) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে দুইটার দিকে শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। শনিবার তার ফরেনসিক পরীক্ষার কথা রয়েছে।
শিশুটির বাবা জানান, তাঁদের বাড়ি রূপসী বাগবাড়ি এলাকায়। তিনি একজন দিনমজুর, আর শিশুটির মা স্থানীয় একটি কারখানায় কাজ করেন। তাদের বাসার পাশেই ইব্রাহিম নামে এক ব্যক্তির মুদি দোকান রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। এ সময় দোকানদার ইব্রাহিম শিশুটিকে কৌশলে দোকানের ভেতরে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে।
বিকেলে বাসায় ফিরে শিশুটি কান্নাকাটি করে সব ঘটনা জানায়। এরপর পরিবারের সদস্যরা মুদি দোকানে গিয়ে অভিযুক্ত ইব্রাহিমকে খুঁজে পাননি। পরে তারা রূপগঞ্জ থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে এবং শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শিশুটির পরিবার রাতে থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইব্রাহিম পলাতক থাকায় তাকে ধরতে অভিযান চলছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
শিশুর পরিবার জানিয়েছে, তারা দ্রুত অভিযুক্ত ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করবে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ক্রাইম জোন ২৪ সব সময় সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]