ক্রাইম জোন ২৪।। ইসলামি শিক্ষা অনুযায়ী, প্রাপ্তবয়স্করা মৃত্যুর পর তাদের আমল অনুযায়ী পরকালে স্থান পাবেন—যারা নেক আমল করবেন তারা জান্নাতে এবং যারা খারাপ আমল করবেন বা আল্লাহ তায়ালাকে বিশ্বাস করবেন না, তারা জাহান্নামে যাবেন। তবে শিশুদের জন্য ইসলামের বিশেষ কোনো বিধান নেই, যার কারণে তাদের আমল নিয়ে হিসাব নেয়া হবে না।
শিশুদের পরকালে স্থান কী হবে, সে বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট কিছু বলা আছে। মৃত্যুর পর শিশুরা জান্নাতে যাবে এবং তারা পিতা-মাতাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এক হাদিসে বলা হয়েছে—যে মহিলার তিনটি শিশু মারা যাবে, সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা হয়ে থাকবে।
এছাড়া, কোরআনের একটি আয়াতে বলা হয়েছে, যারা ঈমানদার এবং তাদের সন্তানরাও ঈমানে তাদের অনুগামী, আল্লাহ তাদের সন্তানদের জান্নাতে তাদের সাথে মিলিত করে দেবেন (সূরা তুর, আয়াত: ২১)।
একটি হাদিসে মহানবী (সা.) বলেছেন, যে শিশুরা মারা যাবে, তারা তাদের পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। তারা ইবরাহিম (আ.) ও সারা (আ.) এর তত্ত্বাবধানে থাকবে এবং কিয়ামতের দিন তাদের পিতা-মাতার কাছে ফেরত দেওয়া হবে।
এই বিষয়টি স্পষ্ট, যে মুমিনদের শিশুরা জান্নাতে যাবে এবং তাদের পিতা-মাতার জন্য সে শিশুরা আল্লাহর রক্ষা হিসেবে কাজ করবে। তবে কাফেরদের শিশুরাও আল্লাহর বিচার অনুযায়ী পরীক্ষা দেওয়া হবে, এবং যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতে যাবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]