প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১০:২৬ এ.এম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাহবাগবিরোধী বিক্ষোভ

সৈয়দ তাজুল ইসলাম।। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে শাহবাগবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ও পুলিশের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে এই বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
সমাবেশে দর্শন বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, "বাংলাদেশ বিদেশি প্রেসক্রিপশনে চলবে না। ২০১৩ সালের মতো ষড়যন্ত্রের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।"
আইন বিভাগের শিক্ষার্থী মইনুদ্দিন বলেন, "গণজাগরণ মঞ্চ ছিল গণতন্ত্রবিরোধী প্ল্যাটফর্ম। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।"
ইনকিলাব মঞ্চের ৫ দফা দাবি:
১. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্নের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন।
২. দায়িত্ব পালনরত নিরস্ত্র পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার।
৩. লাকি আক্তারসহ রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার করে ২০১৩ সালের শাহবাগের ষড়যন্ত্র উন্মোচন।
৪. জাতিসংঘের তত্ত্বাবধানে শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশন গঠন।
৫. জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা।
বিক্ষোভে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24