ক্রাইম জোন ২৪।। এ বছর বাংলাদেশে সাদাকাতুল ফিতর বা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।
গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২,৯৭০ টাকা। এবার সর্বনিম্ন ফিতরা ৫ টাকা কম এবং সর্বোচ্চ ফিতরা ১৬৫ টাকা কম নির্ধারণ করা হয়েছে।
ইসলামী বিধান অনুযায়ী, ফিতরা নির্ধারণ করা হয় গম, যব, খেজুর, কিসমিস, পনির ও আঙ্গুরের বাজারমূল্যের ওপর ভিত্তি করে। এজন্যই সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার পরিমাণ বিভিন্ন স্তরে নির্ধারণ করা হয়।
ফিতরা আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব (অবশ্য পালনীয়)। এটি ঈদের আগে দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হয়, যাতে তারাও ঈদের আনন্দে শরিক হতে পারে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]