ক্রাইম জোন ২৪।। চরফ্যাশন উপজেলা সদরের ১০০ শয্যার সরকারি হাসপাতালে দালালদের দাপট বেড়েছে। অভিযোগ রয়েছে, চিকিৎসকরা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মাধ্যমে রোগীদের ধরার জন্য দালাল পুষছেন। এসব দালাল চক্র রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে এবং সুযোগ বুঝে রোগীদের জিনিসপত্র যেমন ঔষধ, মোবাইল ও টাকা হাতিয়ে নিচ্ছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সরকারি হাসপাতালের আশপাশে প্রায় শতাধিক দালাল সক্রিয় থাকেন। তারা গ্রামের রোগীদের বিভ্রান্ত করে সরকারি হাসপাতাল থেকে অন্য ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠাচ্ছেন। এসব সেন্টারের মালিক এবং চিকিৎসকরা দালালদের মাধ্যমে রোগী ধরার জন্য কমিশন দিচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে ভুয়া পরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
চরফ্যাশনে মোট ৩৮টি ডায়াগনস্টিক সেন্টার এবং ১৪টি প্রাইভেট ক্লিনিক রয়েছে। এর মধ্যে ৭টি অনুমোদিত, বাকি ৩১টি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে পরিচালিত হচ্ছে না। এসব সেন্টারের বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে এবং দক্ষ লোকবল ও উন্নত যন্ত্রপাতির অভাব রয়েছে।
অপরদিকে, এসব ক্লিনিকের মধ্যে ৫টি সঠিকভাবে পরিচালিত হলেও, বাকি ক্লিনিকগুলো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে কাজ করছে। চরফ্যাশন হাসপাতালের চিকিৎসকরা এসব দালালদের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে, তবে হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, "সরকারি হাসপাতাল চত্তর থেকে দালালদের উৎপাত বন্ধ করার জন্য খুব শীঘ্রই ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]