ক্রাইম জোন ২৪।। বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে এই নৃশংস হামলা করা হয়।
শনিবার রাতে, উপজেলার নিয়ামতি ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আসাদুল্লাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। অভিযুক্ত সোহেল ফরাজী, নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং তার সহযোগী ছাত্রদল নেতারা এই হামলায় জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আসাদুল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। পথে তাকে আটকায় সোহেল ফরাজী, তার ভাই শাহিন ফরাজী, রাজীব ফরাজী, রফিক এবং মামুন। তারা তাকে মারধর করার পর হাত ও পায়ের রগ কেটে রাস্তার ওপরে ফেলে রেখে চলে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনরা জানান, হামলাকারীরা আসাদুল্লাহকে ছুরি দিয়ে পেটেও আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, আসাদুল্লাহ ও হামলাকারীদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। আসাদুল্লাহর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, “আমি এ ঘটনার বিষয়ে শুনেছি, তবে এই ঘটনায় জড়িতদের আমি চিনি না এবং তারা কিভাবে দলে আসছে তাও জানি না।”
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার এ ঘটনার জন্য সোহেল ফরাজীকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]