শিরোনাম

ভুয়া সাংবাদিক রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিআরইউর

ভুয়া সাংবাদিক রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিআরইউর

সৈয়দ তাজুল ইসলাম : বরিশালে ভুয়া ও অপসাংবাদিকতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। শনিবার (৮ মার্চ) সংগঠনটি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায়।

বিবৃতিতে বিআরইউর সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ উল্লেখ করেন, কিছু চক্র সাংবাদিক পরিচয় ব্যবহার করে বরিশাল নগরী, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে চাঁদাবাজি করছে। রিপোর্টার্স ইউনিটির অনুসন্ধানে এসব কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ওই চক্র ভূমি অফিস, ইটভাটা, মৎস্য অফিস, পোনা পাচার চক্র, ডায়াগনস্টিক সেন্টার, বালু মহল, রেজিস্ট্রি অফিস, আবাসিক হোটেল, থানা ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত স্থানগুলো থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় করছে। গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনাও লক্ষ্য করা গেছে।

সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, “ভুয়া সাংবাদিকরা শুধু সাংবাদিকতা পেশার সুনাম ক্ষুণ্ন করছে না, বরং এ পেশার আদর্শকেও ভূলুণ্ঠিত করছে। তারা দেশ ও জনগণের শত্রু। প্রশাসন যেন দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় আনে, সেই আহ্বান জানাচ্ছি। বিআরইউ সবসময় পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে কাজ করে যাবে।”

বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বরিশাল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button