আল ইসলাম হোসেন বাপ্পি ::: ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিশাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে বিকেলে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রিন্সকে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার প্রিন্স বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ছাত্রলীগের সাবেক নেতা প্রিন্সকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]