প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ৬:১৫ এ.এম
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ক্রাইম জোন ২৪।। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৩)-কে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। তারা তাকে রাস্তার ওপর ফেলে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এক ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে আঘাত করতে থাকে, আরেকজন কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
স্থানীয় বাসিন্দারা এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ধারণ করেন, যেখানে তাদের আতঙ্কিত চিৎকারও শোনা যায়। পরে ছিনতাইকারীরা স্বর্ণ ও টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্তের পর পুরো ঘটনার বিস্তারিত জানানো হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24