পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে জাহিদুল ইসলাম বরকত, তার বন্ধু ইমরান ও অন্যান্য তরুণদের সহযোগিতায় এ মহতী কার্যক্রম বাস্তবায়িত হয়।
তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটি মানবতার সেবাও। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহানুভূতির বন্ধনকে আরও দৃঢ় করবে।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সমাজের সহানুভূতি ও দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করে আসছে। রমজানের এই পবিত্র সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটি প্রতিবারের মতো এবারও এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]