ক্রাইম জোন ২৪।।ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবরক্ষক সাইফুল ইসলামের দুর্নীতি, হয়রানি ও উৎকোচ দাবির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।
বুধবার (৬ মার্চ) দুপুরে ঝালকাঠি এলজিইডি কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদারদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার আরিফ হাওলাদার, সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম রানা, রুবেল খান ও মাসুম খলিফাসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, হিসাবরক্ষক সাইফুল ইসলামের দুর্নীতি, অনিয়ম, হয়রানি ও উৎকোচ দাবি সহ্যসীমার বাইরে চলে গেছে। তার দুর্ব্যবহারে শুধু ঠিকাদাররাই নয়, অফিসের অন্যান্য কর্মচারীরাও ভীষণভাবে ক্ষুব্ধ।
বক্তারা আরও জানান, গত ১০ ফেব্রুয়ারি সাইফুল ইসলামকে রাজাপুর উপজেলায় বদলি করা হলেও তিনি সেখানে যোগদান না করে বদলির আদেশ স্থগিত করিয়ে পুনরায় ঝালকাঠি এলজিইডিতে বহাল থাকার চেষ্টা করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ঠিকাদাররা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাইফুল ইসলাম যদি পুনরায় ঝালকাঠি এলজিইডি অফিসে যোগদান করেন, তবে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
তাদের দাবি, দ্রুত দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক এবং ঝালকাঠি এলজিইডি অফিস দুর্নীতি ও হয়রানিমুক্ত রাখা হোক।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]