আল ইসলাম হোসেন বাপ্পি: বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে, তা নিয়ে চলমান আলোচনা আরও জোরালো হয়েছে। এ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. ইউনূস। তিনি জানিয়েছেন, দেশের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ড. ইউনূস বলেন, “যদি দ্রুত সংস্কার করতে পারি, তবে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আর যদি কাজ বেশি হয়, তাহলে কিছু সময় বাড়বে।”
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “এ সিদ্ধান্ত আওয়ামী লীগের। আমি তাদের হয়ে সিদ্ধান্ত দিতে পারবো না। নির্বাচনে কারা অংশ নেবে, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।”
এদিকে অন্তর্বর্তী সরকারের সাত মাস পার হলেও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে ড. ইউনূস মনে করেন, বর্তমান পরিস্থিতি অতীতের তুলনায় আলাদা নয়।
তিনি বলেন, “এটা নতুন কিছু নয়। আমরা এমন একটি বাস্তবতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যা বহু বছর ধরে চলে আসছে।”
শেখ হাসিনার রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ড. ইউনূস বলেন, “দেশে আদালত, আইন ও থানা রয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সেখানে অভিযোগ করতে পারেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্তের প্রসঙ্গেও কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, “এটা তাদের সিদ্ধান্ত। ভালো হয়েছে, কারণ দুর্নীতি দমনের মতো কাজগুলো এখন আমরা নিজেরাই করতে পারবো।”
প্রসঙ্গত, গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এই ঘাটতি পূরণ বিষয়ে ড. ইউনূস বলেন, “যখন দরকার হবে, তখন তা পূরণ করা হবে।”
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]