বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের আব্দুর রহমানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে দেড় বছর ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ধর্ষক আব্দুর রহমান দুধল মাদ্রাসা গ্রামের মো. আব্দুল সালাম শিকদারের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুর রহমান বরিশাল নগরীর রূপতলী এলাকায় একটি ভাড়া বাসায় রেখে দীর্ঘদিন ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিল। পরে বিয়ের জন্য চাপ দিলে আব্দুর রহমান ওই নারীর টাকা-পয়সা আত্মসাৎ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, "আব্দুর রহমান দেড় বছর ধরে আমাকে বিভিন্ন বাসায় ভাড়া রেখে বিয়ের আশ্বাস দিয়ে একসাথে বসবাস করছিল। সে আমার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছে। গত ৩০ জানুয়ারি বিয়ের জন্য চাপ দিলে আব্দুর রহমান বাসা ছেড়ে পালিয়ে যায়। পরে আমি তার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজন আমাকে অস্বীকার করে।"
তিনি আরও বলেন, “এ ঘটনায় আমি প্রথমে বরিশাল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম, তবে সেখানে কোন সুফল পাইনি। এখন আদালতে মামলা করেছি।” মামলাটি বর্তমানে কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, ভুক্তভোগী নারী ন্যায় বিচার ও সঠিক তদন্তের জন্য আবেদন করেছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]