বরিশাল প্রতিনিধি
দেশব্যাপী চুরি, ছিনতাই, এবং ধর্ষণরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে জানিয়ে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, রমজান মাসে বরিশাল নগরী চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। চাঁদাবাজি রোধে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়া চুরি ও ছিনতাই প্রতিরোধে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএমপি পুলিশ কমিশনার। তিনি বলেন, “রমজান মাসে নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।”
পুলিশ কমিশনার আরও বলেন, “ঈদযাত্রার সময় যাতে জনগণের কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। ঈদের সময় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যেমন মাদক, প্রতারক চক্র, এবং জাল টাকার বাণিজ্য বৃদ্ধি পায়। তবে বরিশাল নগরীতে কোনো অপরাধীর ঠাঁই হবে না।”
এ সময় তিনি মাদকবিরোধী অভিযান এবং অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এ মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন এবং পুলিশের পক্ষ থেকে নগরীর নিরাপত্তা বিষয়ে নানা পরিকল্পনার বিস্তারিত তথ্য শোনা হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]