বরিশাল প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, “আমাদের মূল লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কারও বিরুদ্ধে আন্দোলন করা নয়, বরং একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমরা চাই বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হোক এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাক।”
শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, “গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৬০ হাজারের বেশি প্রহসনমূলক মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রায় ৬২ লাখ নেতাকর্মীকে কোনো না কোনোভাবে আসামি করা হয়েছে। তবুও বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম থেকে একচুলও পিছু হটেনি। ইতোমধ্যে আমরা একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি, তবে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।”
তিনি বলেন, “অধিকার পুনরুদ্ধার করতে হলে সর্বপ্রথম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ইতিহাস সাক্ষী, জনগণের দ্বারা নির্বাচিত সরকারই সবচেয়ে কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।”
সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আউয়াল মিন্টু বলেন, “সরকার সংস্কার সংস্কার বলে কথার ফুলঝুরি ছড়াচ্ছে। অথচ প্রকৃত সংস্কার কার্যকর করতে তাদের কোনো সদিচ্ছা নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি সংস্কার পরিকল্পনা দিয়েছিলেন। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফার সংস্কার প্রস্তাব উত্থাপন করেন, যা পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফায় চূড়ান্ত করা হয়। আমরা সংস্কার চাই, তবে সেই সংস্কারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে।”
তিনি আরও বলেন, “সংস্কারের নামে যেন আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। বিএনপি একটি উদার রাজনৈতিক দল, যা দেশের জনগণের সাংবিধানিক অধিকার, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওনাকুল ইসলাম টিপু, হাসান মামুন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]