ক্রাইম জোন ২৪।। গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা আহত হয়েছেন। আহতদের মধ্যে সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশের অবস্থা গুরুতর।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলার শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান মেলায় ঘুরতে যান। এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্তা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে তিনজনই গুরুতর আহত হন।
শরিফুল ইসলামের পেটে গভীর ক্ষত সৃষ্টি হলে চিকিৎসকরা তাকে ৫০টি সেলাই দিয়েছেন। অন্য দুজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে রাত ১২টার দিকে তারা গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মাসুদ মিয়া বলেন, "ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যাক্কারজনক প্রচেষ্টা। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, "ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
এই হামলার ঘটনায় গাইবান্ধায় উত্তেজনা বিরাজ করছে। আজ (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ক্রাইম জোন ২৪-এ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]