ক্রাইম জোন ২৪।।কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটির পাশের সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। তবে সুনির্দিষ্টভাবে কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আইএসপিআর জানায়, স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঠিক কখন এ হামলা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ জানিয়েছেন, বেলা ১১টার দিকে হামলা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসছে...
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]