ক্রাইম জোন ২৪।। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে রাতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহীর ভেড়িপাড়া এলাকায় পিটিআই কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইজিপি বাহারুল আলম বলেন, "অপরাধ বিশেষ করে রাতকালীন ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। ছিনতাই প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এন্টি টেররিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয়ে একটি বিশেষ পেট্রোলিং ব্যবস্থা চালু হচ্ছে। আজ থেকেই এটি কার্যকর করা হবে। আশা করছি, এর মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে।"
ছিনতাইয়ের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, "এটি তদন্তসাপেক্ষ বিষয়। তবে গতকাল র্যাব একজন ছিনতাইকারীকে আটক করেছে। সরাসরি ছিনতাই করার সময় নয়, বরং তার আস্তানা থেকে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।"
আইজিপি আরও বলেন, "ডেভিল হান্ট অপারেশন হলো সন্ত্রাসী ও সমাজবিরোধীদের দমনের জন্য বিশেষ অভিযান। এটি সারা দেশেই পরিচালিত হচ্ছে। তবে ঢাকা মহানগরের পরিস্থিতি সারাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা ভিন্ন। তাই ঢাকার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আমরা তথ্য সংগ্রহ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।"
পুলিশের এই বিশেষ পেট্রোলিং কার্যক্রম কতটা কার্যকর হবে, তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগে রাজধানীসহ সারাদেশে ছিনতাই কমার আশা করছেন সাধারণ মানুষ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]