ক্রাইম জোন ২৪।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন বলেছেন, গত পনেরো বছরে সরকার আক্রোশের বসবর্তী হয়ে কবি আল মাহমুদের অনেক কবিতা পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে। এমনকি ভাষা আন্দোলন নিয়ে তার বিখ্যাত কবিতাটিও বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে নজরুলের পাশাপাশি আল মাহমুদের সাহিত্য উচ্চশিক্ষা ও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে লালকুঠি সাহিত্য পরিষদের আয়োজনে কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের সঞ্চালক: কবি আমিন আল আসাদ
সভাপতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী সভাপতি বলেন, আল মাহমুদ বাংলার গণমানুষের কবি। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতিনিধি ছিলেন তিনি। বক্তারা আল মাহমুদের মৃত্যুর পর শহীদ মিনারে তার লাশ নিতে না দেওয়া ও নিজ গ্রামে দাফন না করে গণকবরস্থানে দাফনের ষড়যন্ত্রের কড়া সমালোচনা করেন।
বক্তারা দাবি করেন, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের সাহিত্য সংরক্ষণ ও গবেষণার জন্য একটি ইনস্টিটিউট গঠন করতে হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]