ক্রাইম জোন ২৪।। দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। তারা ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজের একাডেমিক ভবনের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার বিবরণ তুলে ধরেন এবং এসব ঘটনার তীব্র নিন্দা জানান। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, "দেশে ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে, কিন্তু অপরাধীদের শাস্তির বিষয়টি নিশ্চিত হচ্ছে না। প্রশাসনের প্রতি আমাদের দাবি— ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে এবং দ্রুততম সময়ে তাদের বিচারের আওতায় আনতে হবে।"
তারা আরও বলেন, "প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু আমরা ধর্ষকদের যথাযথ শাস্তির খবর পাই না। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা সাহস পাচ্ছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আইনের ফাঁকফোকর দিয়ে যেন কোনো অপরাধী পার পেয়ে না যায়।"
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত ধর্ষণের ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। শিক্ষার্থীদের এই মানববন্ধন সেই ক্ষোভের প্রতিফলন। তারা ধর্ষণবিরোধী কঠোর আইন প্রয়োগের দাবি জানান এবং ধর্ষণের বিরুদ্ধে সারাদেশে আরও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]