ক্রাইম জোন ২৪।। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, "বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। মতিঝিলে একটি দেবোত্তর সম্পত্তি উদ্ধার করা হয়েছে, যেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় এ কাজে সহযোগিতা করবে।"
তিনি আরও জানান, বহু ওয়াক্ফ স্টেটের সম্পত্তি অবৈধভাবে দখল হয়ে গেছে, যা উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসকদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করা হয়।
ওয়াক্ফ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে একটি স্বতন্ত্র বেঞ্চ গঠনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে এবং হাইকোর্টের রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করা হয়েছে।
এছাড়া, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুর প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]