ক্রাইম জোন ২৪।। জুলাই বিপ্লবে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিকিৎসাধীন আহত ছাত্র-জনতাকে এই স্মার্টকার্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় স্মার্টকার্ড হস্তান্তর করেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হুমায়ুন কবীর। এ সময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।
ইসি জানিয়েছে, স্মার্টকার্ড পাওয়া আহতদের মধ্যে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিকেলে ১৩ জন, নিটোরে ৬৭ জন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন রয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]