ক্রাইম জোন ২৪।। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে উত্তরের ৫ জেলায় টানা ৪৮ ঘণ্টার আন্দোলন কর্মসূচি চলছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তিস্তা নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
লালমনিরহাট ও রংপুরের তিস্তা রেলসেতু প্রান্তে হাজার হাজার মানুষ তিস্তা নদীর হাঁটু পানিতে নেমে "তিস্তা নদী আমার মা, মরতে আমরা দিব না", "জাগো বাহে, তিস্তা বাঁচাই" সহ নানা স্লোগান দেন। তারা ভারতের পানি আগ্রাসন বন্ধ, মরুকরণ থেকে নদী রক্ষা এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা চেয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য পানি প্রত্যাহার করে, ফলে বাংলাদেশের জন্য পানির স্বল্পতা এবং তিস্তাপাড়ে বন্যার মতো সমস্যা তৈরি হচ্ছে। আন্দোলনে অংশ নেয়া কৃষক মফিজুর রহমান বলেন, "এ্যালা পানি অভাবোত হামার আবাদ হয় না"।
এদিকে, এই আন্দোলনের সাথে সংযুক্ত তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। গতকাল সোমবার সকালে শুরু হওয়া এই কর্মসূচি আজ সমাপনী দিনে বিভিন্ন পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রতিবাদ প্রদর্শন চলবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচির সমাপনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]