শিরোনাম

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ করল ছাত্রদল

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ করল ছাত্রদল

ক্রাইম জোন ২৪।। বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীকে ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করা হয়। জানা যায়, এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নাম ১ নম্বরে না রাখায় তার অনুসারীরা ক্ষোভে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল নেতাকর্মী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কক্ষে ঢুকে তাকে প্রশ্ন করতে শুরু করেন কেন জিয়া উদ্দিন সিকদারকে ১ নম্বরে রাখা হয়নি, এবং কেউ কেউ টেবিল চাপড়ে হুমকি দেয়। পরে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়, এবং বোর্ড কর্মকর্তারা চেয়ারম্যানকে উদ্ধার করেন।

এ বিষয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী জানান, বিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতে জিয়া উদ্দিন সিকদারের নাম ২ নম্বরে রাখা হলেও, ১ নম্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান আ: ছালামের স্ত্রীর নাম রাখা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সাংবাদিকদের বলেন, “আমি ঢাকায় আছি এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের আমি চিনি না।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button