বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গারুড়িয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম খান এবং উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদারকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
এছাড়াও রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী বাচ্চু এবং দুর্গাপাশা ইউনিয়নের মজিদ খান গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের ১৫ ফেব্রুয়ারি (শনিবার) বাকেরগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হাওলাদারের নামে থানায় আগেই মামলা ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]