বরিশালের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিয়ে এলাকা ছেড়েছেন সৌদি প্রবাসী


বরিশালের মুলাদীতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিয়ে এলাকা ছেড়েছেন সৌদি আরব প্রবাসী। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ করেছেন।
মালয়েশিয়া প্রবাসীর ভাই জানান, তাঁর ভাই ১০ বছর ধরে বিদেশে রয়েছেন। এই সময় তাঁর স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়িতে অবস্থান করতেন এবং স্ত্রীর নামে জমি কেনা হয়েছে।
কয়েক দিন আগে ওই নারী চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা জানান। শুক্রবার বিকেলের পর থেকে তাঁর ও সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হন। পরে, আজ দুপুরে ওই নারী ফোনে জানান যে তিনি স্বামীকে ত্যাগ করে সৌদি আরব প্রবাসীর সঙ্গে ঢাকায় অবস্থান করছেন।
মুলাদী থানার ওসি জহিরুল আলম জানান, এক প্রবাসীর স্ত্রী-মেয়ে নিয়ে আরেক প্রবাসীর এলাকা ছাড়ার ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।